দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকায় নতুন করে মসজিদ নির্মাণ ও সংস্কার করতে না পেরে অবহেলিত ছিল চকরিয়া উপজেলার উপকূলীয় ডেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় কাউছার জাহান জামে মসজিদটি। স্থানীয় এলাকাবাসী মসজিদটি নির্মাণ ও সংস্কার করতে উদ্যোগ গ্রহণ করে। বর্তমান মসজিদ কমিটির আন্তরিক প্রচেষ্টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় আল খায়ের ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা থেকে মসজিদটি সম্পূর্ণ আর্থিক সহযোগিতার মাধ্যমে নির্মাণ করে দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা পরিষদের হলরুমে মসজিদ কমিটির নেতৃবৃন্দের কাছে আল খায়ের ফাউন্ডেশন কর্তৃপক্ষ ১২ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ কমিটির নেতৃবৃন্দের কাছে এ অনুদানের চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ডেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী, দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক মোস্তফা সরওয়ার, আল খায়ের ফাউন্ডেশন কক্সবাজার অফিসের প্রধান সিকান্দর আবু জাফর হিরু, ডেমুশিয়া কাউছার জাহান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলামসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।