আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ২০ কৃষকের সবজিক্ষেত গুড়িয়ে জবর দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : | প্রকাশের সময় : সোমবার ১২ অগাস্ট ২০২৪ ০৯:৪২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে অন্তবর্তীকালীন সরকার গঠনের পূর্বেই দেশের বিভিন্ন এলাকায় জবর দখলে মেতে উঠেছে জবর দখলবাজ চক্ররা। তারই ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়ায়ও হতদরিদ্র ২০ জন কৃষকের চলতি মৌসুমের রোপিত নানা ধরণের সবজি ক্ষেত ট্টাক্টর দিয়ে গুড়িয়ে দিয়ে জবর দখলের অভিযোগ উঠেছে ফাঁসিয়াখালী ইউনিয়নের এহেছান নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এতে কৃষকদের অন্তত ৪০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবী করেছেন প্রান্তিক চাষিরা। 

এনিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিএনপি নেতা এহেছানের বিরুদ্ধে পৃথক ভাবে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও চকরিয়া সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে রোববার বিকেলে অভিযোগ দায়ের করেছেন। 

অমানবিক ও নেক্কারজনক এ ঘটনার জন্য স্থানীয় চাষিদের মাঝে চরম আতঙ্ক এবং ক্ষোভে ফেঁসে উঠেছে। এ ঘটনায় যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভবনা রয়েছে বলেও দাবী করেছেন স্থানীয় এলাকাবাসী। 

 

অভিযোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারাস্থ মাতামুহুরী নদীর চরে ঘুনিয়া মৌজায় মিনিবাজার ভিত্তহীন সমিতির ২৪ জন সদস্যকে সরকার কর্তৃক বন্দোবস্তি মামলা নং ৯১-৯২ মূলে প্রত্যেক ভিত্তহীন সদস্যকে ৯১ শতক করে জমি বন্দোবস্ত প্রাপ্ত হন। বন্দোবস্তপ্রাপ্ত উক্ত জমি বিগত ২০০০ সালের ৩০ নভেম্বর তারিখে সরকার কর্তৃক প্রত্যেককে সরেজমিন দখল প্রদানের মাধ্যমে বুঝিয়ে দেন। তৎসময় থেকে অদ্যবদি পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে জমিতে ভোগ দখলে থেকে নানা ধরণের চাষাবাদ করে আসছেন। এছাড়াও প্রতি সন সন সরকারি ভাবে জমির খাজনাদিও আদায় করে আসছেন বলে দাবী করেছেন তারা। এসব চাষিদের প্রত্যকের নামে পৃথক পৃথক দলিল এবং খতিয়ানও রয়েছে। গত ৬ আগস্ট তারিখ সকালের দিকে  দেশের মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরের দিন মানুষ যখন শঙ্কিত হয়ে পড়ে। তখন সারাদেশে নানা ধরণের এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে ওইসময় ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকার আলী আকবরের ছেলে এহেছানের নেতৃত্বে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রসহ ২০-২৫ জন দুর্বৃত্ত সন্ত্রাসী বাহিনী নিয়ে ২০জন কৃষকের চাষাবাদ ও ফলনকৃত সবজিক্ষেত পাওয়ার টিলার দিয়ে গুড়িয়ে দিয়ে জবর দখল করেন। মূলত বিএনপি নেতা হিসেবে  ক্ষমতার প্রভাব দেখিয়ে এহেন কর্মকান্ড করেছে বলে দাবী করেছেন চাষিরা। ঘটনার সময়ে হতদরিদ্র চাষিরা এহেছানকে বাঁধা দিতে গেলে তাদের নানা ধরণের হুমকি, গালিগালাজ করে প্রাণনাশের হুমকি প্রদর্শন করেছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। 

ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত কৃষক মো: মিজান বলেন, চলতি মৌসুমে তার বন্দোবস্তকৃত ভোগদখলীয় জমিতে চিচিঙ্গা, বরবটিসহ নানা জাতের ফলনের ক্ষেত করেছেন। গত ৬ আগস্টের দিন সকালের দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের বিএনপি নেতা এহেছান ৫ টি পাওয়ার টিলারসহ একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে আমিসহ আরো ১৯ জনের চাষাবাদকৃত সবজিক্ষেত গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এতে আমার চাষকৃত অন্তত ৩ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। ওই সময় এলাকার স্থানীয় শত শত নারী-পুরুষ, শিশু ও কৃষকরা এই নিষ্ঠুরতা দেখতে জমিতে ছুটে যান। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও চকরিয়া সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। 

ঘটনার বিষয়ে অভিযুক্ত এহেছানের কাছে জানতে চাইলে তিনি বলেন, দখলকৃত জায়গা নিয়ে তার যথেষ্ট ডকুমেন্টপত্র ও মামলা রয়েছে বলে তিনি জানান।  

অভিযোগের ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।