আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছাদ ধসে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মোহাম্মদ ইউনুছ (৫০) নামে এক নির্মাণ শ্রমিক ছাদ ধসে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাফারি পার্কের পুরাতন কেন্টিন ভাঙার কাজে এ দুর্ঘটনা ঘটে।

 

মারা যাওয়া নির্মাণ শ্রমিক মোহাম্মদ ইউনুছ চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্বাবধায়ক মোহাম্মদ মাজহারুল ইসলাম নির্মাণ শ্রমিকের মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেন।

 

পার্ক কর্তৃপক্ষ ও পরিবার সূত্রে জানাগেছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পুরাতন কেন্টিনের ছাদ ভাঙার কাজ করেছিল নির্মাণ শ্রমিক মোহাম্মদ ইউনুছ। ওইসময় কেন্টির ভাঙার কাজ করতে গিয়ে অসাবধানবশত তার ওপরে ছাদ ধসে পড়ে গুরুতর আহত হয়। পরে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় মালুমঘাট আছিয়া মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নির্মাণ শ্রমিক ইউনুছকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই তার পরিবার ও থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম পৌঁছে মারা যাওয়া নির্মাণ শ্রমিকের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের পক্রিয়া চলছে বলে জানান তিনি।