আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত, ৪ বখাটে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : | প্রকাশের সময় : সোমবার ১৮ নভেম্বর ২০২৪ ০৮:২৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ শাহেদ (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েকজন বখাটেরা। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘটনার সাথে জড়িত চার যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আক্রান্ত পরিবার সোমবার থানায় মামলা দায়ের করেন।

রবিবার রাতে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত শাহেদ ওই এলাকার মো. শওকত আলীর ছেলে।

 

জানা গেছে, রবিবার রাতে শাহেদ ডুলাহাজারা বাজারে যাওয়ার পথে ইউনিয়নের রংমহল এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা আবরার হামিম নামে এক যুবকের নেতৃত্বে ৫-৬ জন যুবক তার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় বখাটে যুবকরা সাহেদের পিঠে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। আহত সাহেদকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ট্রান হাসপাতাল ও কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সাথে জড়িত বখাটেরা পালিয়ে যাওয়ার সময় আহত শাহেদ চিৎকার করলে স্থানীয় লোকজন ৪ বখাটে যুবককে আটক করে। পরে আটক বখাটদেরকে থানা পুলিশকে খবর দিয়ে সোপর্দ করা হয়।

এ ঘটনায় আহত শাহেদের বড় বোন রোমানা আক্তার বাদী হয়ে সোমবার চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন। ওই মামলায় ৬ জনকে আসামী করা হয়।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতের ঘটনায় চার বখাটে যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে তাদেরকে প্রেরণ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।