কক্সবাজারের চকরিয়ায় প্রবহমান খালে গোসল করতে নেমে ঝুনু বালা শীল (৫৫) নামে চার সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খুটাখালীস্থ সেগুন বাগিচা খালে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নারী ঝুনু বালা শীল সেগুন বাগিচা নাপিতপাড়া এলাকার প্রফুল্ল শীলের স্ত্রী।
চার সন্তানের জননীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ।
ঝুনু বালার নিকটাত্মীয় স্বপন কুমার শীল জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে খালের মধ্যে কাপড় কাঁচতে যান ঝুনু বালা। কাপড় ধোয়া শেষে খালে হাঁটু পরিমাণ পানিতে ডুব দেন তিনি। এসময় গোসল শেষে উঠে আসতে একপর্যায়ে মুমুর্ষ হয়ে পড়েন।
তার এহেন অবস্থা দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে খুুটাখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় মেম্বার নুর মোহাম্মদ বলেন, খালে গোসল করতে নেমে ৪ সন্তানের মধ্য বয়স্ক একজন মহিলার মৃত্যু হয়। ঘটনাটি খুবই বেদনাদায়ক। যেটুটুকু জেনেছি তার মৃত্যুটি স্বাভাবিক ভাবে হয়েছে। এনিয়ে তাদের পরিবার কাউকে দায় করছেন না বলে তিনি জানান। ##