আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

চকরিয়ায় কৈয়ারবিল ইয়ুথ সোসাইটির উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : | প্রকাশের সময় : শুক্রবার ১২ জানুয়ারী ২০২৪ ১১:৪২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়া উপজেলার 

কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকার হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কৈয়ারবিল ইয়ুথ সোসাইটির উদ্যোগে

ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

 

চকরিয়া মেডিকেল সেন্টারের সার্বিক সহযোগিতায় শুক্রবার বিকেলে এ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করা হয়। 

 

উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৈয়ারবিল ইসলামী সমাজ কল্যান পরিষদের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সমাজ সেবক ও রাজনীতিবিদ এইচ এম হারুনুর রশিদ টিপু। এতে অতিথি ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সাঈদী, কৈয়ারবিল ইউপি সদস্য আখতার হোসেন, ফুটন্ত কিশোর ক্লাবের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন আদনান, 

উপদেষ্টা এডভোকেট ফাহাদ বিন ফিরোজ সোহান, উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান, উপদেষ্টা সাইফুল ইসলাম ও কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈনুদ্দিন মিলকি,

কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক 

মাষ্টার মোহাম্মদ এরশাদ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল খালেক, উপদেষ্টা মোহাম্মদ জাহেদুল ইসলাম।  

ইয়ুথ সোসাইটির ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মোহাম্মদ লৎফুর রহমান, প্রতিষ্ঠাতা মোহাম্মদ মামুন, সংগঠনের সভাপতি হামিদুল মাজেদ ও 

সাধারণ সম্পাদক আমিন উল্লাহ। এছাড়াও সংগঠনের সদস্য মিজান ইবনে আহমদ, মোহাম্মদ রাফফান, আব্দুল হামিদ ও আবু শমা উপস্থিত ছিলেন।