আজ শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
সেলিম হত্যা মামলায়

গ্রেফতার টেকনাফের ‘বাবুল মেম্বার’

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৮ নভেম্বর ২০২২ ১০:৫০:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি শামশুল আলম ওরফে ‘বাবুল মেম্বার’ (৪৩) নামে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামি হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আব্দুল গফফারের ছেলে। 

রবিবার (২৭ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) নাছির উদ্দিন মজুমদার।

এজাহার সূত্র জানা গেছে, গত ৮ নভেম্বর হ্নীলা ইউপির ফুলের ডেইল এলাকার হাশেম ফাউন্ডেশনের সামনে গভীর রাতে দৃষ্কৃতকারীরা পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে। পরে গুলিবিদ্ধ সেলিমকে অজ্ঞাত তিনজন লোক কুতুপালং হাসপাতালে নিয়ে গিয়ে তারা পালিয়ে যায়। খবর পেয়ে  হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ওই হত্যা মামলার আসামি হ্নীলার বাবুল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। বাবুল মেম্বারের বিরুদ্ধে মাদক,অস্ত্র,হত্যাসহ ডজনখানেক মামলা রয়েছে বলে জানা গেছে। 

 

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে আরও জানান, রোহিঙ্গা সেলিম হত্যায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্তে এবং গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।