সন্দ্বীপে ২৪ এপ্রিল উপজেলার ৩ নং গাছুয়া ইউনিয়নের ৪/৫/৬ নং ওয়ার্ডের এলাকা কাশেম মার্কেট থেকে কয়েকটি গাড়ি রহমতপুর নতুন চরে সাগর পাড় এলাকায় সকাল ১০ টার দিকে রওনা দেন, এর মধ্যে একটি ট্রাকে ডিজেগানের সাথে গাড়িতে থাকা ছেলেরা লাফালাফি করে নাচানাচি করতে থাকলে গাড়িটি উল্টে যায় এতে ৯ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে গতকাল সন্দ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়, তারা হলেন মহব্বত (২৫),সাইমুম (১৬), ফাহাদ (২২),রাফি( ১২), ও সাইদুর রহমান (১২) তাদের মধ্যে প্রথম ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান, আর শেষের তিনজন কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়,
অপর দিকে ঐ দিন বেলা ১ টার দিকে ট্রাকের ড্রাইভার ও মোবারক ও ইকবাল নামে আরো ৩ জনকে সন্দ্বীপ স্বর্নদ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। আহতদের সবার বাড়ি গাছুয়া ইউনিয়নে। পরে তাদের তিনজনে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
এদিকে দুর্ঘনায় খবর পেয়ে সন্ধ্যা চট্টগ্রাম মেডিকেল কলেজে ছুটে যান, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রিড়ামোদি সমাজকর্মী গাছুয়ার কৃতি সন্তান মনিরুজ্জামান চৌধুরী শিমুল, তিনি আহতদের খোজ খবর নেন, কিছু অর্থের হাত বাড়িয়ে দেন, এবং বাকি চিকিৎসার দায়িত্ব নেন। এ সময় শিমুল চৌধুরীর সাথে ছিলেন গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পারভেজ।