আজ শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

গরু চোরাচালান কে কেন্দ্র করে বিজিবির গুলিতে এক দিন মজুর নিহত,৩ জন আহত

মোঃ ইফসান খান ইমন: | প্রকাশের সময় : রবিবার ৯ এপ্রিল ২০২৩ ১২:০২:০০ পূর্বাহ্ন | জাতীয়

 

রামু কাউয়ারখোপে বিজিবির গুলিতে এক দিন মজুর নিহত,৩ জন আহত, ঘটনা  ঘটেছে ৮ই এপ্রিল রাত ৯টার সময়  কাউয়ারখোপ ইউনিয়নের বাজারের পাশে  ডেপারকুল ও পূর্ব কাউয়ারখোপ রামু - নাইক্ষ্যংছড়ি রাস্তার উপরে, এলাকাবাসী জানান কাউয়ারখোপ বাজারের পাশে  ডেপারকুল এলাকার মাষ্টার আবদুল্লাহর  বাড়ি থেকে  ৬ টি গরু জব্দ করে বিজিবি, এই সময় বিজিবির সাথে গরু সিন্ডিকেট ব্যবসায়ীদের সাথে   ধাওয়া পাল্টা হয়,এই সময় ঘটনা স্থলে তিন জন আহত হয়, আহতরা হলেন মধ্যম কাউয়ারখোব এলাকার  নুরুল ইসলাম স্ত্রী চেনুআরা  বেগম,  মৃত আবুল হোছন,স্ত্রী জনু বেগম,মকবুল আহাম্মদের ছেলে ফয়েজ আহাম্মদ। ধাওয়া পাল্টা শেষে বিজিবি  গরু নিয়ে  পূর্ব কাউয়ারখোপ আসলে আবারও গরু সিন্ডিকেট ব্যবসায়ীদের সাথে বিজিবির  গুলাগুলি হয়। এই সময়  এলাকাবাসী ঘটনা দেখার জন্য রাস্তার উপর  বাহির হলে আবদু জব্বার নামে এক দিন মজুর  গুলিতে বিদ্ধ হয়ে ঘটনা স্থলে প্রাণ হারায়। বিজিবি   ঘটনা থেকে আবদু জব্বারের মৃত্যু দেহ নিয়ে যায় বলে সুত্রে জানা যায়। নিহত ব্যক্তি  পশ্চিম  কাউয়ারখোপ মৃত জাগের আহাম্মদের ছেলে,  রামু থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় মেম্বার আবদুল আজিজ জনান অবৈধ গরু ব্যবসা বন্ধ না করলে  এ ধরনের ঘটনা আবারও পুনরাবৃত্তি  হবে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে  আইনগত  ব্যবস্থা নেওয়ার জন্য  প্রশাসনের নিকট দাবি জানান এলাকাবাসী।