বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের দমন নীপিড়ন, নেতাকর্মীদের নির্যাতন, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোসহ কেন্দ্রীয় ঘোষিত ১০ দফার দাবীর ভিত্তিতে লোহাগাড়ায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার (১১ ফেব্রæয়ারি) সকাল ১০টায় লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নে এ পদযাত্রা শুরু হয়। তারই অংশ হিসেবে সকাল ১১টায় লোহাগাড়া সদর ইউনিয়নে পদযাত্রা লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ডিসি সড়ক পদক্ষিণ করে কাজীর পুকুর পাড় গিয়ে শেষ হয়। উক্ত পদযাত্রায় নেতৃত্বদেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী ও উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের, নুরুল আবছার, এস.এম আবু সাঈদ চৌধুরী টিটু, সিনিয়র সদস্য খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, নাছির উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, বাহাদুর কোম্পানী, ফেরদৌস কোম্পানী, নুরুল আলম, ডা: সৈয়দ মো: মহিউদ্দিন, শহিদুল আলম, ছৈয়দ আহমদ মেম্বার, নেজাম উদ্দিন মেম্বার, চট্টগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এস.এম সাহাব উদ্দিন, জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, যুবদল নেতা জাহাংগীর আলম, নাজিম উদ্দিন, আলাউদ্দিন বাচ্ছু, ইশফাক উদ্দিন চৌধুরী ইভু, জহিরুল ইসলাম, দিদারুল আলম মো: সেলিম উদ্দিন খান, মোক্তার আহমদ, শহিদুল্লাহ সাগর, মো:শওকত, মো: মহিউদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য এহসান আবদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন, শাকিল মো: নয়ন, সাইফুল ইসলাম, মো: মহিউদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা সিয়ামুল ইসলাম সায়েম, আরমান হোসেন বিজয়, শহিদুল আলম, আজাদ সাকিব, গিয়াস উদ্দিন, রিয়াদ হোসেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিবিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।