আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়িতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ ০৫:৪৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

খাগড়াছড়িতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে শ্রমিক-পুলিশসহ ২০ জন আহত হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকেলের দিকে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সময় সমিতির এক অফিস সহকারী ও এক সদস্যের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ ২০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ৭ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, শ্রমিক ইউনিয়নের ভোটদানকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। নির্বাচনে ভোট দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছিল, কিন্ত তখনো পর্যন্ত অনেক ভোটার ভোট দিতে পারেনি। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। শ্রমিকের নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংঘর্ষ চলাকালে যমুনা টিভির প্রতিনিধি মো. শাহরিয়ার ইউনুছের ক্যামেরা ছিনতাই, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি নুরুচ্ছফা মানিক ও এশিয়ান টিভির প্রতিনিধি বিপ্লব তালুকদারের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন-কেইউজের সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান সাংবাদিকদের ওপর হামলাকারী শ্রমিকদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।