আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ক্যাম্পাসে চক্রাকার বাস চেয়ে ভিসির বাসার সামনে চবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : শনিবার ১৬ এপ্রিল ২০২২ ০৪:৩০:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অভ্যন্তরীণ বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে টানা পাঁচ ঘণ্টা অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।

 

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে উপাচার্যের বাসভবনের সামনে বসে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের।

 

 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চবি শিক্ষার্থীরা নানাভাবে অধিকার বঞ্চিত হচ্ছে। আবাসন, খাদ্য ও পরিবহন সুবিধা নেই তাদের। তারা ক্যাম্পাসে ছয়টি চক্রাকার বাস চালুর দাবিতে অবস্থান নিয়েছেন। এসব বাস চালু হলে স্থানীয়দের দৌরাত্ম্য কমবে বলেও মনে করেন শিক্ষার্থীরা।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম  বলেন, বাস চালু করা যাবে কি না, সেটার সম্ভাব্যতা যাচাই করতে হবে। ক্যাম্পাসে একসময় বাস চলতো। তবে কিছু কারণে ইঞ্জিনচালিত যানবাহন চলাচল সীমিত করা হয়। একসময়ে চলা বাসগুলোও পরে বন্ধ করে দেওয়া হয়। সব দিক বিবেচনা করে বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে।



সবচেয়ে জনপ্রিয়