আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
হাটহাজারী বায়েজিদ ৫ আসনে ভোটার উপস্থিতি কম

কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ চলছে

মাহমুদ আল আজাদ, হাটহাজারী : | প্রকাশের সময় : রবিবার ৭ জানুয়ারী ২০২৪ ০৩:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারী০৫ বায়েজিদ আংশিক আসনে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে শা‌ন্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। র‌বিবার (৭জানুয়ারী) সকাল ৮টা থেকে হাটহাজারীতে ১০৬টি ভোট কে‌ন্দ্রে এক‌যো‌গে ভোট গ্রহন শুরু হয়।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাটহাজারী উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থে‌কে ভোটারেরা লাই‌নে দা‌ঁড়ি‌য়ে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করতে দেখা গেছে। তবে এ বারের সংসদ নির্বাচনে পুরু‌ষের তুলনায় নারী ভোটার কিছুটা উপ‌স্থি‌তি বে‌শি দেখা মেলে। তবে অন্যান্য নির্বাচনের তুলনায় এই নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারের উপস্থিতি খুবই নগন্য ও ভোটার শূন্য লক্ষ্য করা গেছে। এদিকে সকা‌ল ১০টার পর থেকে হাটহাজারী সরকারী কলেজ, মির্জাপুর গার্ল স্কুল, মির্জাপুর উচ্চ বিদ্যালয়,বায়েজিদ ১ও২নং জালালাবাদ, গড়দুয়ারা কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়,মেখল,ছিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসা, পৌরসভার চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৌরসভার মিরেরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়,পৌরসভা শায়েস্তা খাঁ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,মাদার্শা মাহলুমা সরকারী প্রাথমিক বিদ্যালয়,মদনহাট লতিফপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর ইউনিয়ন পরিষদ, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়,ফরহাদাবাদ উদালিয়া উচ্চ বিদ্যালয়, শান্তিরহাট উচ্চ বিদ্যালয় ভোট

কেন্দ্র ঘু‌রে ভোটার শূন্য এ চিত্র দেখা গে‌ছে। এ‌খ‌নো পর্যন্ত উপজেলার কোথাও কোন ধর‌নের অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি। এই আসনের বায়েজিদ অংশের ৪০টি কেন্দ্র আছে তা সিটি কর্পোরেশনের আওতাধীন। এছাড়া জেলা পুলিশের ৩০০ জন,বিজিবির ৫ প্লাটুন, আনসার বাহিনীর ১,৩৪৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।তবে কতজন র‌্যাব ও , সেনাবাহিনীর সদস্য মাঠে নামিয়েছে তা তথ্য দিতে পারেননি সহকারী রিটারিং কর্মকর্তা (ইউএনও) মশিউজ্জামান। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৮৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩১ জন।

 

 

জানা গেছে, এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এর লাঙ্গল প্রতিক,স্বতন্ত্র প্রার্থী  তবে ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহজাহান চৌধুরী কেটলি প্রতীক, তৃণমূল-বিএনপি  থেকে সোনালী আশঁ মার্কায় ভিপি নাজিম, স্বতন্ত্র প্রার্থী উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি নাসির হায়দার করিম বাবুলের ঈগল প্রতিক,ইসলামিক ফ্রন্টের এডভোকেট সৈয়দ মুক্তার আহমদ সিদ্দিকীর মোমবাতি প্রতীক, ইসলামিক ফ্রন্ট  হাফেজ আহমদ চেয়ার প্রতিক, সুপ্রিম পার্টির কাজী মহসিন চৌধুরী একতারা প্রতীক,বিএনএফ পার্টির আবু মোহাম্মাদ শামসুদ্দিন টেলিভিশন প্রতিক নিয়ে নির্বাচন করছেন হাটহাজারী থেকে।তবে শুরু থেকে টেলিভিশন প্রতীক নির্বাচনী প্রচারণায় ছিলেন না।

 

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মশিউজ্জামান বলেন, সকাল থেকে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ চলছে। ১০৬টি ভোট কেন্দ্রের জন্য নির্বাচনে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 

১০৬ জন প্রিসাইডিং অফিসার, ৭৯৪টি ভোট কক্ষের জন্য ৭৯৪ জন সহকারী প্রিসাইডিং এবং ১৫৮৮ জন পোলিং অফিসার নিয়োগপ্রাপ্ত হয়েছেন।  আমরা উপজেলার সবকটি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ভাবছি। ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট প্রদানের পরিবেশ বজায় রাখতে কাজ করছি।