দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ফটিকছড়ি সদরের পথসভায় বলেছেন- নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা, এ মার্কা শেখ হাসিনার মার্কা, এ মার্কা রফিকুল আনোয়ারের মার্কা, কোন গুজব নয়। শেখ হাসিনার মার্কা নৌকা গুজব হতে পারেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নৌকা প্রতীক দিয়ে ফটিকছড়ির মানুষের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন। কোন গুজব ছড়িয়ে লাভ নেই।
২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ফটিকছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নৌকার প্রার্থী পরিবর্তনের রটানো গুজবের প্রতিবাদ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের কন্যা সনি আরও বলেন, 'আমরা সবাই বঙ্গবন্ধুর এক একজন সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। নৌকা মার্কার কর্মীরা গুজবে কান দেয় না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার বিজয় আনতে হবে। তিনি বলেন, রফিকুল আনোয়ারের প্রতিক নৌকা নিয়ে যেখানে যাচ্ছি জনগণের স্রোত নামছে। মা বোনদের ভালোবাসা পাচ্ছি। আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয় আসছে। এই বিজয় কেউ ঠেকাতে পারবেনা।'
নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার হারুন, ,আবু তালেব, সৈয়দ মুহাম্মদ বাকের, শাহনেওয়াজ, মো. ইসমাঈল হোসেন, একে জাহেদ চৌধুরী, সাদাত আনোয়ার সাদি, বেলাল নুরী, বখতিয়ার সাঈদ ইরান, নুরুল আলম, উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর, উপজেলা ছাত্র লীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।