সাতকানিয়া কেরানিহাট বৃহত্তর সিটি সেন্টারে নিউমার্কেট নজরুল ফার্নিচার এর দ্বিতীয় শাখা নজরুল ফার্নিচার মাঠ গতকাল ১৭ জানুয়ারী ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর এই মার্কেটে প্রবীন ব্যবসায়ীরা ব্যবসার যাত্রা শুরু করেছে উল্লেখ করে বলেন, সত্যিকার ব্যবসায়ীরা কোন অবস্থাতেই বিপদগ্রস্থ হয়না। তারা আল্লাহর উপর ভরসা করে ব্যবসা পরিচালনা করে বলে উল্লেখ করেন। উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, ডেপলপার ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ মোহাম্মদ আবু খলিল, নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শহর মুল্লুক রাশেদ, সাধারণ নাজির হোসেন সিকদার। মোঃ শাহজাহান সিটি সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবর, ফার্ণিচার ব্যবসায়ী আলম সওদাগর, মোস্তাফিজুর রহমান সওদাগর সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।