আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

কেএনএফ সন্ত্রাসীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে: সেনা প্রধান

এইচ এম সম্রাট বান্দরবান | প্রকাশের সময় : রবিবার ৪ জুন ২০২৩ ০৫:৩৩:০০ অপরাহ্ন | জাতীয়

বাংলাদেশে সেনা বাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ'র মূল প্রশিক্ষণ ক্যাম্পসহ গুরুত্বপুর্ন ঘাটি নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনীর সদস্য। অচিরেই সন্ত্রাসীরা নির্মূল হয়ে যাবে।  যদি সন্ত্রাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। অন্যথায় কঠোর হাতে দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি। রবিবার(৪ জুন)  বান্দরবান সেনা জোন সদরে প্রেসবিফ্রিংকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি;

জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান - মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (ডিজি বিজিবি)।  এবং  রামুর জিওসি মেজর জেনারেল মাসুদুর রহমান।