চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছেন প্রশাসন। গত সোমবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন। উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, মির্জাপুর ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কর্তন করে ড্রামট্রাক দিয়ে মাটি পরিবহন করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে মোঃ আবদুল হালিম নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, কৃষি জমি কিংবা আবাদযোগ্য জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে প্রতিনিয়ত সতর্ক এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। টপসয়েল কর্তন বন্ধ না হলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।