কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় চারা গাছ, সবজি বীজ ও উপরকণাদী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এই উপকরণাদী বিতরণের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, উপজেলার ১৬টি ইউনিয়নের ৯৭টি কৃষক পরিবারের মাঝে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় ১.৫ শতক জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে বিনামূল্যে সবজি বীজ সহ উপকরণাদী প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, বছর ব্যাপি সবজি ও ফল উৎপাদনের লক্ষ্যে কৃষক প্রতি সাইনবোর্ড,বিভিন্ন শাক সবজি বীজ, ইউরিয়া, টিএসপি ও এমডিপি সার, ৬ ধরনের ফলের চারা, বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে। পরে নেট ও ঝাঝরি বিতরন করা হবে।
তিনি আরও জানান, বসতবাড়ির আঙ্গিনায় বা পতিত জমিতে বিভিন্ন রকম শাক সবজি, ফল-মূল চাষাবাদ করে যাতে বছরব্যাপী পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে এবং অর্থনীতিক ভাবে লাভবান হতে পারে এটিই হল এই প্রকল্পের মূল উদ্যেশ্য।
বীজ ও উপকরণাদী বিতরণ করার সময় উপসহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।