আজ বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১২ ফেব্রুয়ারী ২০২২ ০৪:১৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের ২৭ লক্ষ টাকার নগর অর্থের চিঠি প্রদান করা হয়েছে। 

 

শনিবার (১২ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ ডাক বাংলোতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থের চিঠি বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যানের একান্ত সহকারী মোঃ রেজাউল করিম।

 

কক্সবাজার জেলা পরিষদের প্রদত্ত ধর্মীয় প্রতিষ্টানের অনূকূলে বরাদ্দকৃত ২৭ লক্ষ টাকা গ্রহণ করেন বড়ঘোপ হাড়ি সিকদার পাড়া জামে মসজিদের পক্ষে এডভোকেট মোঃ রাসেল,কৈয়ারবিল ফকিরা জামে মসজিদের পক্ষে আবু মুসা কুতুবী, বটতলী চৌমুহনী জামে মসজিদের পক্ষে নুরুল আলম,আবদু শুক্কুর,উত্তর মুরালিয়া জামে মসজিদের পক্ষে জিয়াউল করিম জন্টু,মুরালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষে মাস্টার নুরুল আবছার,উত্তর বড়ঘোপ জামে মসজিদের পক্ষে সাইফুল সওদাগর, বড়ঘোপ জৈলাপাড়া ফোরকানিয়া মাদ্রাসার পক্ষে মাস্টার নাছির উদ্দীন, বড়ঘোপ আশরাফি জামে মসজিদের পক্ষে ইমতিয়াজ, আজম কলোনী জামে মসজিদের পক্ষে  মোঃ সেলিম,কৈর্বত্যপাড়া সর্বমঙ্গলা কালী মন্দির পক্ষে তপন শীল,দয়াল শীল, বড়ঘোপ উত্তর মগডেইল জগন্নাথ মন্দিরের সভাপতিসহ বিভিন্ন মসজিদ,ফোরকানিয়া, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূক।

এসময় বড়ঘোপ ইউপি সদস্য মাহাবুব আলম মাতবর, আজিজুল হাকিম, সালাহউদ্দিন, মাস্টার ইউছুপ, মোঃ হুমায়ন কবির বাবুল, মাস্টার নুর মোহাম্মদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।