আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

কুতুবদিয়ায় জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প সম্পন্ন

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৭:৫৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের কুতুবদিয়ায়জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ (ভায়া) ক্যাম্প সম্পন্ন হয়েছে। 

 

সোমবার কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলী ফকির ডেইল কমিউনিটি ক্লিনিকে মাতৃমৃত্যুর অন্যতম কারণ স্তন এবং জরায়ু-মুখ ক্যান্সার। ইহা প্রতিরোধমূলক প্রতিকারের জন্য স্বাস্থ্য ও লিঙ্গ সহায়তা প্রকল্পের  বিশেষ উদ্যোগে ক্যাম্প।

 

ক্যাম্প পরিদর্শন করেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. তাজনিম জাহান,আলী ফকির ডেইল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবু হাসনাত,মিডওয়াইফ রাজিয়া খানম উপস্থিত ছিলেন। 

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,দেশে ও দেশের বাইরে নারীদের প্রাণঘাতি রোগের মধ্যে স্তন ক্যান্সার ও জরায়ু-মুখ ক্যান্সার অন্যতম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্তন ও জরায়ু  ক্যান্সার নিরূপণের ব্যবস্থা থাকার বিষয়টি ব্যাপক প্রচারণার মাধ্যমে সর্বসাধারণকে অবহিত করতে পারলে অধিক নারী এই স্বাস্থ্য ঝুঁকি থেকে বাচবে বলে জানান।