কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৫০ পরিবারের মাঝে খাবার পানির বিশুদ্ধ করার জন্য বালতি,কলসিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
১০ জানুয়ারি(সোমবার) সকালে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে মুসলিম এইডের পক্ষে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর।
এ সময় প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, ইউপি সদস্য শাহনেওয়াজ সিকদার,মীর কাশেম,মোঃ ফারুক,রওশন আরা বেগমসহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
মুসলিম এইড উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মানুষের মাঝেও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন। তারে ধারাবাহিকতায় কুতুবদিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও বিশুদ্ধ খাওয়ার পানি পান করার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
এসব উপকরণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ বিশুদ্ধ খাওয়ার পানি পান করতে সহায়তা করবে বলে জানান কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর মাতবর।