"পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এইবার ও কুতুবদিয়া থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং-ডে পালিত হয়েছে৷
শনিবার (৪ নভেম্বর) কমিউনিটি পুলিশিং-ডে উদযাপন উপলক্ষ্যে থানার পুলিশ সদস্য, জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং সদস্যদের অংশগ্রহণে বেলা ১১টায় র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ র্যালী টি থানা কম্পাউন্ড থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো থানা কম্পাউন্ডে এসে শেষ হয়, পরে একই স্থানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক কাইছার সিকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা কমিউনিটি পুলিশিং সভাপতি এম রেজাউল করিম,
বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি আবুল কালাম, আলী আকবর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ জাহাঙ্গীর সিকদার, থানার উপপরিদর্শক সুজন দাশ, মোঃ ইসরাফিল, দক্ষিণ ধূরুং ইউনিয়ন সভাপতি জানে আলম সিকদার, উত্তর ধূরুং ইউনিয়ন সভাপতি জুনায়দুল হক, সাংবাদি আনিসুর রহমান হিরু, কুতুবদিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মুনতাসির আদন ইয়ামিন প্রমুখ৷
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা কমিউনিটি পুলিশিং সদস্য মোস্তাব আহমদ, উত্তর ধূরুং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মুজিবুল হক, দক্ষিণ ধূরুং ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, যায়যায় দিনের কুতুবদিয়া প্রতিনিধি সাংবাদিক শাহেদুল ইসলাম মনিরসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড় কমিউনিটি পুলিশিং সভাপতি/সাধারণ সম্পাদক ও সদস্যগণ৷
স্বাগত বক্তব্যে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ জনগনের বন্ধু, পুলিশ জনগনের জান-মালের নিরাপত্তা দিতে সবসময়, সব পরিস্থিতিতে সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছে৷ তাই কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সাধারণ জনগনের সাথে পুলিশিং কর্যক্রমের এক সেতুবন্ধন তৈরি করা হয়েছে৷ কনকনে শীতের রাতে কিংবা ঘোর বর্ষায় হোক বা কাঠফাটা রৌদ্র সকল পরিস্থিতিতে কোন অযুহাত ছাড়াই পুলিশ বাহিনী নিষ্ঠার সাথে কাজ করে যায়৷ সেই পুলিশ সদস্যদের হত্যা করে যারা উল্লাশ করে তারা নিশ্চই ঘৃণ্য অপরাধী, তারা পুলিশকে জনতার কাছ থেকে আলাদা করতে চায় ৷ কমিউনিটি পুলিশিং আরো শক্তিশালী করে কুতুবদিয়ায় সকল অন্যায়, অপরাধ, দূর্নীতি ও মাদক নির্মূল করতে পুলিশ কাজ করে যাবে বলে তিনি নিশ্চিত করেন৷