আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

কুতুবদিয়া কৃষি অফিসের উদ্যোগে ফলদ বৃক্ষের চারা বিতরণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ০৫:১৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের কুতুবদিয়ায় কৃষি অফিসের উদ্যোগে কৃষক-কৃষানীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। 

 

মঙ্গলবার(৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বছরব্যাপী শাক-সবজি, ফল উৎপাদন করে পুষ্টির চাহিদা পূরণের জন্য কুতুবদিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষক-কৃষাণীকে নগদ ভাতা, ৬টি বিভিন্ন ফলের গাছ তুলে দেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। 

 

২ দিন ব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন 

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অল্প পতিত জমিতে বছর ব্যাপী শাক- সবজি ও ফল-মূল উৎপাদন করে পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করায় এই প্রকল্পের উদ্দেশ্য বলে জানান।

 

এসময় উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।