আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন- সীপকস

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৪ জুলাই ২০২২ ০৬:১৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙামাটির  কাপ্তাই উপজেলায় সম্প্রতি অতি বৃষ্টির কারণে সৃষ্ট ভুমি ধসে ক্ষতিগ্রস্থ এবং ঝুকিপূর্ণ ৩০টি পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) কাপ্তাই উপশাখা। 

 

রবিবার ( ২৪ জুলাই) সকাল   ১১ টায় সীপকস উপশাখা  কাপ্তাই   সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার কাপ্তাই ওয়াগ্গাছড়া  ৪১ বিজিবি সদর দপ্তরে  পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ অসহায় ৩০টি পরিবারের মাঝে  এ ত্রাণ সামগ্রী তুলে দেন।  

 

ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাদের সহযোগিতা করার জন্য বিজিবি ও  সীপকস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন করেন। এবং তাদেরকে চিকিৎসা সহযোগিতার জন্য অনুরোধ জানান।

এ সময় সীপকস উপ শাখা কাপ্তাই এর সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার  চিকিৎসা সহায়তা প্রদানের জন্য বিজিবি’র যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন বলে তাদেরকে আস্বস্ত করেন।

বিতরণকালীন সময় সীপকস কাপ্তাই উপ শাখার কোষাধ্যক্ষ ডাঃ মাহ্জাবীন মায়িশা এবং সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন মুকিত বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন।