পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অবস্থিত কাপ্তাই উপজেলা। কাপ্তাইয়ের পাশ দিয়ে বয়ে গেছে দেশের অন্যতম বৃহত্তম কাপ্তাই লেক, রয়েছে উঁচু-নিচু পাহাড়, পাহাড়ের পাশে বয়ে যাওয়া আঁকাবাঁকা শীতল জলের কর্ণফুলী নদী, নদী ধারে গড়ে উঠা অনেক পর্যটন কেন্দ্র।
পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকের ঢল থাকে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে। গত ২ বছর করোনার কারণে পর্যটক শূণ্য ছিল কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্র গুলো। কাপ্তাইয়ে পর্যটন ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্টরা আশা করছেন এইবছর কাপ্তাইয়ে রেকর্ড পরিমান পর্যটকের আগমন ঘটবে।
কাপ্তাই উপজেলায় বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে যার মধ্যে অন্যতম কাপ্তাই শিলছড়ি প্রশান্তি পার্ক, ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরা, শিলছড়ি বনশ্রী পর্যটন কেন্দ্র, নিসর্গ রিভার ভ্যালী, লেক প্যারাডাইস, লেকশোর পিকনিক স্পট, লেকভিউ পিকনিক স্পট, পাহাড়িকা পিকনিক স্পট ও কাপ্তাই রিভার ভিউ পার্ক।
কর্ণফুলী নদীতে কায়াকিং করতে পারবেন পর্যটকরা।
কাপ্তাই শিলছড়িতে নতুন ভাবে যাত্রা শুরু করেছে নির্সগ রিভার ভ্যালীর মোঃ নাছির উদ্দীন জানান, পর্যটকদের একটু ভিন্নতা দেবার লক্ষ্যে আমরা কয়েকজনে মিলে এই পর্যটন কেন্দ্রটি গড়ে তুলেছি। এই পর্যটন স্পটে বসে কর্ণফুলী নদীর দৃশ্য অবলোকন করার পাশাপাশি এখানে দেশীয় বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন পর্যটকরা। কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, কর্ণফুলী নদীর তীরে স্থাপন করা হয়েছে “আই লাভ ওয়াগ্গা” পয়েন্ট। যেখান বসে ছবি তোলা সহ কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।
এইছাড়া সেলফি বোট, নতুন ভাবে শিশু পার্ককে শিশুদের বিনোদন উপযোগী খেলাধুলার আইটেম স্থাপন করা হয়েছে। এছাড়া কাপ্তাই লেকভিউ পিকনিক স্পট, রিভার ভিউ, লেক প্যারাডাইস লেকশোর পিকনিক স্পটে গিয়ে দেখা যায়, নতুন রুপে আরোও আর্কষনীয় করে তোলা হচ্ছে এইসব বিনোদন কেন্দ্র গুলো। নয়নাভিরাম কাপ্তাই লেক, কর্নফুলী নদী, পানি বিদ্যুৎ কেন্দ্র, কেপিএম মিল, সীতাপাহাড়, ওয়াগ্গা চা বাগান, চিৎমরম বৌদ্ধ বিহার সহ কাপ্তাইয়ের প্রতিটি পড়তে পড়তে লুকিয়ে আছে সৌন্দর্য্য। তাই তো সারা বছর পর্যটকরের আনাগোনায় মুখরিত থাকে কাপ্তাই। বর্তমানে বৃষ্টি হওয়ায় পাহাড়ের ঝর্ণাগুলো তার রুপ বাড়িয়ে পর্যটক বাড়ছে বন্ধের দিনগুলোতে ঝর্ণা দেখতে ছুটে আসছে রেকর্ড পরিমান পর্যটক। তবে এখানে রাত্রি যাপনের সমস্যাই বেশি সরকারি জায়গা হওয়া ব্যাক্তি মালিকানাধীন তেমন হোটেল গড়ে উঠেনি। থাকার ব্যাবস্থা সহজ হলে পর্যটন শিল্পে বিকাশ ঘটবে রুপসী কাপ্তাইয়।