আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

কাপ্তাইয়ে গ্রাম আদালত সক্রিয় করণে হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধির কর্মশালা

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ ০২:১১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙামাটির কাপ্তাইয়ের প্রশান্তি পার্কে 'বাংলাদেশের  গ্রাম আদালত সক্রিয় করণে'প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সোমবার (১৮জু্লাই)  ইউএনডিপির সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা টংগ্যার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। হেডম্যান, কার্বারী ও ইউপি পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রকল্পের আওতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও  ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়ন করা হয়। ইউসিএম মংচাই মারমার সঞ্চলনায় সভাপতিত্ব করেন টংগ্যার ফাইনান্স অফিসার উদায় শংকর চাকমা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা  নির্বাহী অফিসার মুনতাসির জাহান।বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ভাইজ্যাতুলী হেডম্যান থোয়াইঅং মারমা ও উবাথোইং মারমা। কর্মশালায় ৫০জন হেডম্যান, কার্বারী ও নির্বাচিত জনপ্রতিনিধি অংশগ্রহণ করে।