আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

কাপ্তাইয়ে কোভিড-১৯ প্রতিরোধমূলক সচেতনমূলক অরিয়েন্টেশন

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৯ জুন ২০২২ ০৩:২১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙামাটির কাপ্তাইয়ে কোভিড-১৯ প্রতিরোধমূলক সম্পৃক্ত করার লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অরিয়েন্টেশন করা হয়েছে। রবিবার(১৯জুন) সকাল ১১টায় ইউনিসেফের সহযোগিতায়, এডাবের সম্মনয়ে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা মনীষার আয়োজনে এ অরিয়েন্টেশন করা হয়। রেডক্রিসেন্ট দলনেতা আসিফুল ইসলামের সঞ্চলনায় সভাপতিত্ব করেন মনীষা প্রজেক্ট ম্যানেজার আনিসুল ইসলাম তুহিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নাসির উদ্দিন।প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক। বক্তব্য রাখেন এডাব আইএসপি রিপন চাকমা,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো.কবির হোসেন,সমাজ সেবক সাগর চক্রবর্তী, প্রধান শিক্ষক মো.ইউসুফ, নতুনবাজার সম্পাদক একরামুল হক,সাংবাদিক নুুর মোহাম্মদ বাবু,মসজিদ ইমাম আব্দুল ছালাম। আলোচনায় কোভিড-১৯ বিষয়ে জনগনকে সচেতনমূলক কাজে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এবং প্রতিটি স্কুল,পাড়াকেন্দ্র এলাকায়  সচেতন করা হবে বলে এ বিষয়ে সচেতন করা হয়। উক্ত অরিয়েন্টেশন কর্মশালা বিভিন্নস্থরের ৪০জন নাগরিক অংশগ্রহণ করে।