আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কাপ্তাই জাতীয় উদ্যানে সোনালী রঙের বিরল প্রজাতির অজগর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১ জুন ২০২২ ০৪:৫৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙামাটির  কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হল বিরল প্রজাতির সোনালী রঙের অজগর সাপ।  বুধবার(১ জুন) বেলা সারে ১২টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে বন বিভাগ এটি অবমুক্ত করে।এটির দৈর্ঘ্য ১৮ফুট ওজন ২২কেজি। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান কার্গোটলির  নিচে বসতঘরে মুরগি খেতে এসে এটি জনতার হাতে আটক হয়। পরে আমাদের খবর দিলে সাপটি উদ্বার করি।এবং রাঙামাটির বন সংরক্ষক মো.সুবেদার ইসলামের অনুমতিক্রমে এবং দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো.শোয়াইব খান(ডিএফও) নির্দেশক্রমে অবমুক্ত করা হয়।এ সময়  কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন ও কাপ্তাই রেঞ্জের বনপ্রহরীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য একই রঙের আরোও একটি সোনালী  অজগর গত দু'মাস আগে অবমুক্ত করা হয়।