আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

কাপ্তাই ইউপি সদস্য হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জুন ২০২২ ১২:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ৪ নম্বর  কাপ্তাই ইউনিয়ন  ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজিবুর রহমান সজিব হত্যাকারী বিচারের প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার(৮জুন) বিকাল ৪টায় কাপ্তাই ইউনিয়ন আ'লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে নতুনবাজার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপ্তাই ইউনিয়ন আ'লীগ সম্পাদক আকতার আলমের সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর। প্রধান অতিথির বক্তত্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইউপি সদস্য সজিব হত্যাকারিরা  জামিনে এসে প্রকাশ্যে ঘুরাফেরা করছে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।  এবং একজন  হত্যাকারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি  সদস্য নির্বাচিত হয় নির্বাচন কমিশনের নিকট প্রশ্ন করা হয়। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  ৪ নম্বর  কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, সদস্য  এরশাদুল কবির ও বদরুল আলম জিপু, নিহত ইউপি সদস্য  সজিবুর রহমান এর বড় মেয়ে নুসরাত জাহান নিশাত,  কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি  সালেহ আহমেদ,  কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  একরাম হোসেন, জাতীয় শ্রমিক লীগ কাপ্তাই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক  মিন্টু দাশ,  কাপ্তাই ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি  জাহাঙ্গীর আলম,  কাপ্তাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  কাজী ইলিয়াস, কাপ্তাই ইউনিয়ন  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  ফরহাদ হোসেন। এবং বৃহস্পতিবার(৯জুন) হতে সপ্তাহব্যাপী আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন সজিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়।