আজ শনিবার ১১ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

কাজে যোগ দিয়েছেন খাতুনগঞ্জের শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ০৪:৫৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

কাজে যোগ দিয়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের আন্দোলনকারী শ্রমিকরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে তারা কাজে যোগ দেন। শুরু হয়েছে পণ্য ওঠানামার কার্যক্রম। এর মধ্য দিয়ে কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের এই বাজার।

 

এর আগে বুধবার খাতুনগঞ্জে মাসুদ মাঝি (৪৫) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায়  অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় বৃহত্তর খাতুনগঞ্জ মালামাল লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়ন। তবে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করেন শ্রমিকরা।  
 
বৃহত্তর খাতুনগঞ্জ মালামাল লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কাসেম মাঝি বলেন, ‘কোনো কারণ ছাড়াই সামান্য কথা কাটাকাটির জের ধরে মাসুদ মাঝিকে খুন করা হয়েছে। এখানে কর্মরত প্রায় চার হাজার শ্রমিক এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের সহকর্মীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা কাজ বন্ধ রেখেছিলাম। তবে প্রশাসনের অনুরোধে আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছি। বিকেল ৫টায় এ ঘটনার প্রতিবাদে সমাবেশ হবে। এরপর আমরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ‌‘শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা অতি শিগগিরই তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। শ্রমিকরা ইতোমধ্যে কাজে ফিরেছেন। 

 

সোমবার তর্ক-বিতর্কের জেরে পিকআপচালকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শ্রমিক মাসুদ। পরে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পণ্য ওঠানামা বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

 



সবচেয়ে জনপ্রিয়