আজ রবিবার ১২ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ইউপিডিএফের ৪জন আটক

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ০৩:২৩:০০ অপরাহ্ন | জাতীয়
রাঙ্গামাটির কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ইউপিডিএফের ৪জন আটক
 
 রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম কচুছড়ি উপরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও ৫ হাজার ৮০ পিস গাজা গাছসহ ৪ জনকে আট করেছে যৌথবাহিনী। 
 
রবিবার (৫ ডিসেম্বর) ভোর সৌয়া ৫টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কাউখালী উপজেলা অফিসার ইনচার্জ মোঃ শহীদ উল্লাহ।
 
অভিযানে পার্বত্য চুক্তি বিরোধী ইউনাউটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর টোল কালেক্টর ও সদস্য নবীন সুন্দর চাকমা (৭৫), রিনয় চাকমা (৩২), নিক্সন চাকমা (২৫) ও গাজা চাষী জ্ঞান জোতি চাকমা (৩৫) কে আটক করা হয়।
 
এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী বন্দুক, টুটু ভোরের রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৩ রাউন্ড গুলি, ১টি চাঁদা আদায়ের রশীদ বই, চারটি মোবাইল সেট এবং ৫হাজার ৮০ পিস গাজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ কেজি গাজা বর্তমান বাজার মূল্য অনুমানিক ৫ লাখ টাকা। আটকৃকতদের জিজ্ঞাসাবাদের পর কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।