আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

কর্ণফুলীর ফকিরনীরহাট বাসের ধাক্কায় : ১ জন নিহত

মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১১ মে ২০২২ ১১:০৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট রাস্তার মাথায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। গত ১০ মে (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে এ সড়ক দুঘর্টনা ঘটে। গুরুত্বর আহত মিরাজ হোসেন (১৭) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩ টায় মৃত্যুর বরণ করে সে। আহত সোহেল (১৮) এর অবস্থাও গুরুত্বর। নিহত মিরাজ হোসেন ১ নং (ক) জুলধা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের এ.কে.এম.মনছুর উদ্দীন চেয়ারম্যান এর বাড়ির মুহাম্মদ ইলিয়াছ (প্রকাশ মধু)’র পুত্র। সে ৪ ভাই বোনে মধ্যে বড় পুত্র। ঘাতক বাসটিকে (চট্টমেট্রো জ, ০৫-০২৮২) জব্দ করা হলেও বাসের ড্রাইভার হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ঘটনাটি আমরা শুনেছি। রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা রুজু করা হয়নি।