আজ শনিবার ১১ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে ৪ প্রার্থীর মনোনয়ন অনিশ্চিত

কর্ণফুলী প্রতিনিধ | প্রকাশের সময় : সোমবার ১০ অক্টোবর ২০২২ ০৪:৪০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আজ ১০ অক্টোবর চট্টগ্রাম জেলা নির্বাচনী অফিসে প্রার্থীতা যাচাই-বাছাই দিনে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের মধ্যে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরীর মনোনয়ন স্থগিত, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা মমতাজ ও রানু আকতারের মনোনয়ন বাতিল করা হয়েছে। উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচনী অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল শুক্কুরের সাথে কথা বলে জানা যায় গত ৬ অক্টোবর ৩ পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্রের সঙ্গে কাগজপত্র যাচাই বাছাই করে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা মমতাজ ও রানু আকতারের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আপিল করা সুযোগ দেওয়া হয়েছে। তিনি দৈনিক সাঙ্গু প্রতিনিধিকে জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরীর বাংলাদেশ ব্যাংকের একটি চিঠিতে অস্পষ্টতা থাকায় কেন্দ্রীয় ব্যাংকের মতামত চাওয়া হয়েছে যার কারণে উনার বিষয়টি অমীমাংসিত রাখা হয়েছে। ১ ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম ও ২ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা মমতাজ, রানু আকতারের প্রদত্ত ২৫০ ভোটারের স্বাক্ষর গড়মিলের দায়ে বাতিল করে ৭ জন প্রার্থীকে বৈধতা ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর ২০১৭ সালের ২০ আগষ্ট প্রথম নির্বাচনের পর কর্ণফুলীতে এটি ২য় তম ভোট।