কর্ণফুলীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। গত ১৩ আগস্ট শনিবার কর্ণফুলী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী এই ভ্রামমান আদালত পরিচালনা করেন।
সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩৪ ধারায় এ আদালত পরিচালনা করা হয়।
উপজেলার কলেজরোড, মইজ্জারটেক, খুদ্দেরটেক, বিফডিসি রোড এলাকায় ৮ টি দোকানকে ২০,৫০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার বিশেষ টিম।
এদিকে আদালত পরিচালনা হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে অনেকে তাড়াহুড়ো করে দোকান বন্ধ করতে দেখা যায়। এ সময় বিএফডিসি রোডের একটি স্টেশনারি দোকান খোলা রেখে দোকানদার পালিয়ে যাই।
আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩৪ ধারার এ বিশেষ অভিযান।
আদালত পরিচালনাকালে অনেক কে আকুতি বিনতি করতে দেখা যায়।
ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান সারাদিন দোকান খোলা রেখে তেমন কোনো ব্যবসা হচ্ছে না। মানুষ কাজ কর্ম সেরে যে সময়ে সদায় করতে আসে তখন যদি দোকান বন্ধ করে দিতে হয়, তাহলে আমরা যাব কোথায়?