আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

কর্ণফুলীতে ভূমিমন্ত্রী যাওয়ার পরেই গায়েব ব্যানার-পোস্টার

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা: | প্রকাশের সময় : শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৯:০৫:০০ অপরাহ্ন | জাতীয়

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার একটি মসজিদে জুমার নামাজ পড়ে যান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। ভূমিমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার মইজ্জেরটেক থেকে শুরু করে কয়েক কিলোমিটার এলাকা ছেয়ে যায় নেতাকর্মীদের ব্যানার-পোষ্টারে। কিন্তু ভভূমিমন্ত্রী নামাজ শেষ করে গাড়ীতে উঠার সাথে সাথে এসব ব্যানার-পোস্টার হঠাৎ উধাও হয়ে যায়। এসময় কিছু ব্যানার ছেড়া আশ পাশের রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে সমলোচনার ঝড় উঠে। পরে পুলিশ গিয়ে এক কিশোরকে(১৩) আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। শুক্রবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এসময় ভূমিমন্ত্রীর সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুষ কুমার চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান তালুকদার প্রমুখ।

এবিষয়ে চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক আহমেদ বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে যেমন ছেলেরা গাড়ীর সাজানো ফুল ছেড়ে ফেলে এ ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। দলীয় ক্রোন্দল কিংবা বিরোধী দল এঘটনা ঘটেছে কিনা প্রশ্ন করা হলে তিনি তার অস্বীকার করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ব্যানার-পোষ্টার ছেড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু ছেড়া ব্যানার উদ্ধার করেছে। এসময় এক কিশোরকে আটক করা হয়।  তাকে জিজ্ঞাসাবাদ চলছে।