আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

কর্ণফুলীতে কয়লা মজুত, ম্যানেজারের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : বুধবার ৪ জানুয়ারী ২০২৩ ১১:১৩:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধভাবে ১১ হাজার মেট্রিক টন কয়লা মজুত করায় সাহারা এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও ডিপো ইনচার্জ মো. আল আমিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে পুরাতন ব্রিজঘাট এলাকার কয়লার ডিপোতে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, ডিপোতে আনুমানিক ১১ হাজার মেট্রিক টন কয়লা অবৈধভাবে মজুদ রেখে ব্যবসা করছিল প্রতিষ্ঠানটি। সেখানে কয়লা মজুদের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছিল না। যা পরিবেশের ক্ষতি করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া কয়লা একটি দাহ্য পদার্থ, নিজে থেকেই এতে আগুন ধরে যেতে পারে।’ অবৈধভাবে কয়লা মজুদ এবং ছাড়পত্র না থাকায় তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে এক সপ্তাহের মধ্যে অবৈধভাবে মজুদ করা কয়লা অপসারণের নির্দেশও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।