কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে গুরুতর আহত মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫০) আর নেই। আজ বিকাল ৪. ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবি এডভোকেট আনোয়ার হোসেন এর সূত্রে জানা যায়।
উল্লেখ্য গত ১০ ডিসেম্বর (শুক্রবার) রাত ১১ টার দিকে কর্ণফুলী উপজেলা চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জাফর ড্রাইভারের বাড়ির মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ নং ওয়ার্ডের ওটি আইসিওতে ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত জাহাঙ্গীর আলম এর স্ত্রী নুরতাজ বেগম বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর ১৪৩-৩২৬-৩২৩ ও ৩০৭ ধারায় মামলা রুজু করে। যাহার মামলা নং ৩০।
আসামীরা হলেন মোহাম্মদ রুবেল (২৪) প্রকাশ কাট্টা রুবেল পিতা- মোহাম্মদ নাছির, ইমরান (২২) পিতা-মোহাম্মদ মঞ্জুর, আলমগীর (২৩) পিতা- মোহাম্মদ দোলা, জুয়েল (২৪) পিতা-মোহাম্মদ আলী ড্রাইভার, মোহাম্মদ বকুল(২৪) পিতা- রমজান আলী, মোহাম্মদ শফি (২২) পিতা শমসু সহ ৮-১০ জন অজ্ঞাত নামা
তাদের সকলের বাড়ি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার ১ ও ৩ নং ওয়ার্ডে। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি বলে কর্ণফুলী থানা সূত্রে জানা যায়।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ এর সাথে কথা বললে জাহাঙ্গীর আলম এর মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয় এবং রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানা যায়।