আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কর্ণফুলীতে আওয়ামীলীগের জনপ্রতিনিধিদের অপসারণ দাবিতে ঘেরাও- বিক্ষোভ

কর্ণফুলী প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৮ অগাস্ট ২০২৪ ০৯:২৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামীলীগ সরকারের আমলে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ চেয়ে উপজেলা পরিষদ এবং দুইটি ইউনিয়ন পরিষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে তাঁরা এ কর্মসূচী পালন করেন।

 

সূত্র জানায়, রবিবার (১৮ আগস্ট) সকাল ৮ টা থেকে ক্রসিং রিভার ভিউ কর্ণফুলী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় এবং বড়উঠান ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় অবৈধ সরকারের জনপ্রতিনিধিদের অপসরণের দাবিতে শ্লোগান দিতে দেখা যায়। পরে সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

 

এসময় চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদে অবস্থান নিতে দেখা যায় ইউনিয়ন বিএনপির সভাপতি এ টি এম হানিফ, সহ-সভাপতি নুরুল হক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন জুয়েল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির উদ্দিন, ছাত্রদলনেতা জয়নাল আবেদিন ফয়সাল,নুরুল ইসলাম আসিফ, জাহেদুল ইসলামসহ আরোও অনেককে। 

 

ঘেরাও ও বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী ওসমান বলেন, অবৈধ সরকার আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের অপসারণের দাবিতে বিএনপিসহ বিক্ষুব্ধ জনতা অবস্থান নিয়েছে। যতদিন পর্যন্ত তাঁরা অপসারণ হবে না ততদিন পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব৷ 

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, তারা চলমান পরিস্থিতি নিয়ে উপজেলায় এসেছেন। উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।



সবচেয়ে জনপ্রিয়