আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে ৫০৬ জন মেধাবী শিক্ষার্থীকে মোবাইল ট্যাবলেট উপহার

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জুলাই ২০২৩ ১১:২২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ৫০৬জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোবাইল ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব তুলে দেন ইউএনও মোহাম্মদ জাকারিয়া।

এ সময় তিনি বলেন,২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের মূল চালিকাশক্তি বর্তমান শিক্ষার্থীরা। ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টের আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। সময় অপচয় করা চলবে না।

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের অনেকে মোবাইলের অপব্যবহার করছে। সঠিক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। সেক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন দরকার।

মূল্যবোধের লালন ও সময়ের কাজ করতে শিক্ষার্থীদের আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।

চকরিয়ার ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিছবাহুল ইসলাম মুন্না, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা ফারেকুল ইসলামসহ এমপিওভুক্ত সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত মোবাইল ট্যাবলেটসমূহ ২০ টি স্কুল ও ১৬ টি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এই পর্যন্ত কক্সবাজার সদরে ৫০৬টিসহ জেলায় মোট ৩,৪৭৪টি মোবাইল ট্যাব দেওয়া হয়েছে।