আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

কক্সবাজারে হতদরিদ্র নারীদের নেটওয়ার্কিং কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | প্রকাশের সময় : মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ ০১:৫৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

কক্সবাজার সদরের পোকখালী ও খুরুশকুলের হতদরিদ্র নারীদের নিয়ে ৩ দিনব্যাপী নেটওয়ার্কের কর্মশালা চলছে। সোমবার (১২ ডিসেম্বর) কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হাসান। কর্মশালাটির আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। নারীদের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার ও সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম। কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান। শুধু পুরুষ নির্ভর না হয়ে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পরামর্শ দেন তিনি। প্রজেক্ট অফিসার সোহেল মাহমুদের সঞ্চালনায় কর্মশালায় সদর মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান ও পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরে কিভাবে সেবা পাওয়া যায় সে বিষয়ে নারীদেরকে ধারণা দেওয়া হয়। বিশেষ করে ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, স্বাস্থ্য ও ধর্মীয় সেবা, জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্রসহ বিভিন্ন সার্টিফিকেট সেবাপ্রাপ্তি ইত্যাদির বিষয়ে নারীদের অবগত করেন প্রশিক্ষকরা।