আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | প্রকাশের সময় : শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ ০১:০৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হলো নানা কর্মসূচি। ঔষধ প্রশাসন ও কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস্ সমিতির যৌথ উদ্যোগে শুক্রবার সকালে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন ঔষধ প্রশাসনের তত্বাবধায়ক রোমেল মল্লিক। এ সময় তিনি বলেন, এন্টিবায়োটিক রেসিস্টেন্স প্রতিরোধ করা মানুষ, সমাজ, দেশ ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি গণমানুষকে সচেতন করা সবার দায়িত্ব। কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সভাপতি আরিফ উল মওলার সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি (সম্পাদক) মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য - রাজু সেন, তিলক চৌধুরী, আশরাফুল আজিজ, মোহাম্মদ ইলিয়াছ, সদর সভাপতি ভাস্কর দাশ, স্বপন দাশ, জালাল উদ্দীন। এতে শতাধিক ঔষধ দোকান মালিক, স্টাফ, প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সতস্ফুর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।