আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে ইয়াবার মামলায় রোহিঙ্গাসহ ২ আসামির যাবজ্জীবন

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : রবিবার ৩০ জুলাই ২০২৩ ০৯:০৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারে ১৫ হাজার ইয়াবা পাচারের মামলায় রোহিঙ্গাসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

 

একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

দণ্ডিত আসামিরা হলেন, উখিয়ার ১১/ইস্ট রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক জি-১৮ এর মৃত মোঃ ছিদ্দিকের ছেলে মোঃ হাসান (২২) ও সদরের ঝিলংজা ৬ নং ওয়ার্ডের পেতা সওদাগর পাড়ার আবদুস শুক্কুরের ছেলে সিরাজুল মোস্তফা (২৩)।

 

রবিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে এই রায় দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ মোশারফ হোসেন।

 

রায় ঘোষণাকালে দণ্ডিত আসামি দুইজন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট শওকত বেলাল।

 

তিনি জানান, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর রামুর মরিচ্যা যৌথ চেকপোষ্টে প্রাইভেট কার তল্লাশিকালে ১৫ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নায়েব সুবেদার মোঃ মাহমুদুল হাসান রামু থানায় মামলা করেন। যার এসটি মামলা নং-৫০৩/২২।

 

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সরণি ১০(গ) ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক।