কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ২৮ হাজার ৪১৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ (নারিকেল গাছ)। তার প্রাপ্ত ভোট ২৪ হাজার ৫৭৪।
সোমবার (১২ জুন) বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১,২, ৩ নং ওয়ার্ডে শাহেনা আক্তার পাখি, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে ইয়াছমিন আক্তার, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে জাহেদা আক্তার এবং ১০, ১১, ১২ নং ওয়ার্ডে নাছিমা আক্তার বকুল। তারা চারজনই গত পরিষদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডে এসআইএম আকতার কামাল আজাদ, ২ নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নং ওয়ার্ডে এহেসান উল্লাহ, ৫ নং ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদার ৬ নং ওয়ার্ডে ওমর ছিদ্দিক লালু, ৭ নং ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নং ওয়ার্ডে রাজ বিহারী দাশ, ৯ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, ১০ নং ওয়ার্ডে সালাউদ্দিন সেতু, ১১ নং ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু ও ১২ নং ওয়ার্ডে এমএ মঞ্জুর।
এদিকে, ৭ নং ওয়ার্ডের ওসমান সরওয়ার টিপু এবারের পৌর প্যানেলের সর্বকনিষ্ঠ কাউন্সিলর। তার বয়স মাত্র ২৮ বছর। তিনি পূর্বপাহাড়তলী এলাকার কবির আহমদ কোম্পানির কনিষ্ঠ ছেলে। তিনবারের কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদকে পরাজিত করে এবারে কাউন্সিলর পদটি ভাগিয়ে নেন ওসমান সরওয়ার টিপু। যেটি পৌরবাসীর জন্য নতুন চমক।
১২ জুন সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৪৩টি কেন্দ্রে ইভিএমে একটানা ভোট গ্রহণ করা হয়। ২৪৫টি ভোট কক্ষ সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। পৌরসভার মোট ভোটার ৯৪, ৮১১জন।