আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজার তানযিমুল উম্মায় হিফয ও নাযেরার সবক প্রদান অনুষ্ঠান

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : বুধবার ৩০ নভেম্বর ২০২২ ০৬:০১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখায় হিফয ১৮ তম ব্যাচ ও নাযেরা ১৭ ব্যাচের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বিকালে খুরুশকুল রোড সংলগ্ন প্রধান ক্যাম্পাসে সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম। তিনি বলেন, মাদরাসা শিক্ষায় শিক্ষিতরাই সেরা মানুষ। পড়ালেখায় একটু মনোযোগী হলে তারা সব স্তরে ভালো পারফর্ম করে। সাধারণ শিক্ষার সনদধারীদের পেছনে ফেলে সফলতার দৃষ্টান্ত রাখে মাদরাসা শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান ডঃ মীম আতিকুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার। কো-অর্ডিনেটর আবু সায়েম মুহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে মোট ৪৬ জন শিক্ষার্থী সনদ গ্রহণ করেন। সেখানে হিফয ৩৪ জন এবং নাযেরা ১২ জন। হিফয সবক গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, সৈয়দ মমতাজ আল আমিন, লতিফুল হাসান তাহছিন, মোহাম্মদ রাহান, ইমরুল কাইস, মাহিদুল হাশেম মিকাত, মোহাম্মদ রিয়াদ, আহমদ খুবাইব নাবিল, ইয়াসিন আনাস তাহসিন, মুশফিকুল হুদা চৌধুরী, মোহাম্মদ জিয়াত, তাজরিয়ান মেহতাজ, সাইদুল্লাহ নূর সাইনী, শাহেদ শাওন, হাদিউন নুর ইলহাম, তৌকি বিন নাজিম, আব্দুল্লাহ আবির ইয়ামিন, তাকদির ইলাহি, আমির উদ্দীন রিফাত, মোহাম্মদ হামেদ, আব্দুর রহমান জায়েদ, তাহসিন রহমান সফর, খালেদ সাইফুল্লাহ খাব্বাব, আরাফ মুত্তাকিন, মো জুনাইদ, রাকিবুল ইসলাম সায়েম, আব্দুল্লাহ দিয়াব, মনির ছিদ্দিক, আইমান বিন নজির, সৈকত শাহরিয়ার, ইফতেখার মাহমুদ তামিম, আব্দুল্লাহ রাহিব, এস এম হায়াত, ইজাজ মাহমুদ নূর ওহী ও আবরার হাসান জাওয়াদ। নাযেরা সবক গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, আব্দুল্লাহ আল জোবাইর, শাইয়ান মোস্তফা, ইকতেদার আলম, সানজা আজিম, সাইরা সরওয়ার রিমান, আনিসা ছিদ্দিকা মনি, মাহিন নাওয়াল, আলি আবুল কাসেম, মারওয়ান ছিদ্দিক, রাউস তাহের, রাকিস তাহের ও সাজিদুর রহমান ইবনে জামান। শিক্ষার্থীদের সবক প্রদান করেন অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম। অভিভাবকদের পক্ষে মাওলানা ছৈয়দ আলম সিরাজি, বিশিষ্ট ব্যবসায়ী আতাউস সামাদ চৌধুরী টিটু, নজিবুল আলম বক্তব্য দেন। শেষে হুসনে সাউথ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ গার্লস হিফয শাখার অধ্যক্ষ হাফেজ ক্বারী ইয়াহিয়া মানিক, নাজেমে তালিমাত শামসুদ্দিন, আমিনুল হিফয বেলাল উদ্দিন, মুহাম্মদ উল্লাহ, আব্দুল্লাহ আল আরাফাত, রমজান আলীসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।