আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের তত্ত্বাবধানে জাহাজ ঘাটে যাত্রী উঠানামা

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : সোমবার ১৩ মার্চ ২০২৩ ০৮:১৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

জাহাজ ঘাটে যাত্রী উঠানামার ক্ষেত্রে বিশেষ তত্ত্বাবধান করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। এতেকরে যাত্রী সেবার পাশাপাশি দুর্ঘটনাও কমবে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিঅনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানান, বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে সেন্টমার্টিন/নারিকেল জিঞ্জিরা ব্যাপক পরিচিত একটি নাম। এই সুন্দর দ্বীপটি দেখতে প্রতিদিনই দূর দূরান্তের পর্যটকদের ভীড় জমে। যার প্রভাব সরাসরি জাহাজ ঘাটে পড়ে। তিনি জানান, জাহাজে উঠা নামার ক্ষেত্রে বয়স্ক এবং শিশুদের যাহাতে কোন প্রকার অসুবিধা না হয় সে ক্ষেত্রে বিশেষ তত্ত্বাবধান ও সার্বিক নিরাপত্তা প্রদান করে চলছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ। "মানবসেবা করাই হলো ট্যুরিস্ট পুলিশের একমাত্র লক্ষ্য" এই প্রতিবাদে ট্যুরিস্ট পুলিশের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যটকদের যে কোনো প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ সদাপ্রস্তুত বলে জানান এসপি মো. জিল্লুর রহমান। প্রয়োজনে হেল্পলাইনে (নং- 01320159070, 01320159087) যোগাযোগের অনুরোধ করেন তিনি।