ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিদের সংগঠন-ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে রফিকুল ইসলাম পুনরায় সভাপতি, আনসার উদ্দিন সাধারণ সম্পাদক এবং ছালেহ আহমেদ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
জেলা ফারিয়ার আওতাধীন ১৭টি ইউনিটের নেতৃবৃন্দ ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির মেয়াদ দুই বছর। আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ উপলক্ষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের অভিজাত আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিক রহমান। তিনি বলেন, ফারিয়া সংগঠনের মাধ্যমে সকল ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ তাদের ন্যায্য অধিকার পাবেন। ইতোমধ্যেই তারা নীতিমালা অনুসারে শ্রম আইনের সহোযোগিতা নিয়ে শ্রম আদালতের মাধ্যমে অসংখ্য শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করে দিয়েছেন।
প্রধান বক্তা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, কোম্পানিগুলো প্রতিনিধিদের হঠাৎ চাকুরিচ্যুত রুখবেন। প্রতি সপ্তাহে ছুটি, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, অতিরিক্ত ডিউটির ন্যায্য মজুরি আদায়, সরকারি ছুটি নিশ্চিতসহ সকল অধিকার আদায়ের লক্ষ্যে কঠোর আন্দোলনেও যেতে হবে। সংগঠনের জেলা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।
জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক কাদের আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম ভুঞা, কক্সবাজার আরএসএম এসোসিয়েশন সভাপতি পার্থ প্রতিম দাশ, আরএসএম এসোসিয়েশন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক তারেক মোহাম্মদ ফারুক, কেন্দ্রীয় ফারিয়া যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ, কেন্দ্রীয় ফারিয়া যুগ্ম সম্পাদক জুয়েল খান, কক্সবাজার সদর ম্যানেজার এসোসিয়েশন সভাপতি তোছাদ্দেক হোসেন শাহীন, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক তৌহিদ উল্লাহ, যশোর জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক বিজোর আহমেদ সাগর, হবিগঞ্জ-বানিয়াচং ফারিয়ার সভাপতি আব্দুর রশিদ।
জুমার নামাজের পর দ্বিতীয় পর্ব কেন্দ্রীয় ফারিয়া সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান এর নেতৃত্বে সরাসরি ভোটের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করায় সকল স্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় ফারিয়া সিনিয়র সহসভাপতি ও কক্সবাজার জেলার সিনিয়র প্রতিনিধি আবু সুফিয়ান। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অর্পিত দায়িত্ব যথাযথ পালনে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম। সেই সঙ্গে যারা অনুষ্ঠান সফল করতে নানাভাবে সহযোগিতা ও ভোটাধিকার প্রয়োগ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।