আজ শনিবার ৪ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ‘‘বঙ্গবন্ধু কর্ণার’’ উদ্বোধন

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ ০৭:৪৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারে ‘‘বঙ্গবন্ধু কর্ণার’’ স্থাপন  করা হয়েছে। 

 

নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিকালে কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও সংসদীয় হুইপ সাইমুম সরওয়ার কমল। 

 

এ সময় ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সকল শহীদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান অতিথিগণ।

 

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘বঙ্গবন্ধু’’ একটি চেতনার নাম, একটি দেশপ্রেমের নাম, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নাম  ‘‘বঙ্গবন্ধু।’’

 

শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় রাখতে দেশপ্রেমের চেতনাকে ধারণ করে সুখি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ডিপিএইচই, কক্সবাজারের ক্ষুদ্র প্রয়াস ‘‘বঙ্গবন্ধু কর্ণার।’’

 

ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বলেন, সবাইকে বলতে হবে ‘‘আমি মাথা উচিয়ে দাঁড়িয়ে থাকবো বিশ্ব মানচিত্রে।’’

 

ডিপিএইচই কক্সবাজারে ‘‘বঙ্গবন্ধু কর্ণার’’ উদ্বোধনে সহকারি প্রকৌশল আবুল মনজুর, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পরামর্শক ও ঠিকাদারসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।