আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
কক্সবাজার উত্তর বন বিভাগ

বিশ্ব ব্যাংকের টিমের সাথে বন সংরক্ষণ গ্রাম সদস্যদের মতবিনিময় সভা

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : রবিবার ১২ নভেম্বর ২০২৩ ০৭:৫৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

বিশ্ব ব্যাংকের পরিদর্শন টিমের সাথে কক্সবাজার উত্তর বন বিভাগের অন্তর্গত মেহেরঘোনা রেঞ্জাধীন, ৪টি বিটের সুফল প্রকল্পের অধীন গঠিত ৯ টি বন সংরক্ষণ গ্রাম এর সদস্যদের সাথে জীবিকা উন্নয়ন তহবিল ও গ্রাম উন্নয়ন তহবিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

শনিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়, উপ প্রকল্প পরিচালক (সুফল) আবদুল্লাহ আব্রাহাম হোসেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার, সহকারী বন সংরক্ষক (সদর), ডঃ প্রান্তোষ চন্দ্র রায়, সহকারী বন সংরক্ষক (ফুলছড়ি) শীতল পাল।

 

কক্সবাজার শহর রেঞ্জ অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল বন সংরক্ষণ গ্রাম এর সদস্যদের সাথে জীবিকা উন্নয়ন তহবিল ও গ্রাম উন্নয়ন তহবিল বিষয়ক মমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

সেখান থেকে তারা মেহেরঘোনা-চান্দেরঘোনা বন সংরক্ষণ গ্রাম এর গ্রাম উন্নয়ন তহবিল হতে নির্মিত কালভার্ট, পাবলিক টয়লেট, ইট সোলিং রাস্তা পরিদর্শনে যান। 

 

সেই সঙ্গে বন সংরক্ষণ গ্রামের সদস্যদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।

 

বনবিভাগের কর্মতৎপরতায় তারা সন্তুষ্ট হয়ে রেঞ্জ ও বিটে কর্মরত সকলকে ধন্যবাদ জানান।