আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজার ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:০১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্কুল আঙ্গিনার সৌন্দর্য বর্ধনে এবার ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম বেসরকারি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। 

 

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের লিংক রোডস্থ মো. ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় বনজ, ফলজ, ভেষজ প্রজাতির প্রায় এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। পাশাপাশি রক্ষণাবেক্ষণেরও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করেছে। 

 

কক্সবাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জানে আলম, চকরিয়া শাখা ব্যবস্থাপক মিজানুল করিম গাছের চারা রোপণ করে মহতি উদ্যোগে নিজেকে শামিল করেছেন।

 

এ সময় কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম খাইর, শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. রায়হান ইসলাম, মো. সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক শওকত হোসেন চৌধুরী, সিনিয়র শিক্ষক আমির সুলতান, এম আবদুল মন্নান খানসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। 

 

বৃক্ষরোপণ সম্পর্কে কক্সবাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জানে আলম বলেন, চাহিদার তুলনায় দেশে বনায়নের পরিমাণ অপ্রতুল। দিনদিন বনভূমি কমে যাচ্ছে। ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ঝুঁকি বাড়ছে পরিবেশের। অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং অতিমাত্রায় আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে। 

তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়ন বাড়াতে হবে। 

 

তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতেই স্কুল ভিত্তিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

 

গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের সম্পদ। তাই ব্যক্তি উদ্যোগে সাধ্যমত বৃক্ষ রোপণের আহ্বান জানান ব্যবস্থাপক মোহাম্মদ জানে আলম।