সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে। ১২ জানুয়ারি জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়। স্কুলটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়ে সফলতার সাথে অদ্যবদি পাঠদান চালু রয়েছে। ফলাফল, জমি, কাম্য শিক্ষার্থী থাকায় স্কুলটি এমিপওভুক্ত হয়। ফলে এমপিওর জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসানের ফলে স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলে সন্তুষ্টি প্রকাশ করেন। সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, আগামীতে মাধ্যমিক স্তর পর্যন্ত এমপিওভুক্ত হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। স্কুলের প্রতিষ্ঠাতা উদ্দ্যোক্তা সাবেক উপজেলা নিবার্হী কর্মকর্তা মরহুম নুরুল আমিন বিদ্যালয়ের জমিদাতা প্রতিষ্ঠাতা সদস্যগণ আজীবন দাতা সদস্যগণসহ সকল দাতা সদস্যগণ এবং স্কুলের যাদের অক্লান্ত প্ররিশ্রমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্কুলটির বর্তমান প্রধান শিক্ষক শাহেদুল ইসলাম চৌধুরী, ম্যানেজিং কমিটির সভাপতি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন।